মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | PRIYANKA: আগরতলায় প্রিয়াঙ্কার রোড-শো ঘিরে জনতার ঢল, ডাক দিলেন 'জুমলা সরকার' উৎখাতের

Sumit | ১৬ এপ্রিল ২০২৪ ১৯ : ১১Sumit Chakraborty


সমীর ধর, আগরতলা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার আগের দিন আগরতলায় চমক দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর রোড-শো ঘিরে মঙ্গলবার রীতিমতো হড়কা বানের মতো জনঢল নামল শহরে। ত্রিপুরায় প্রথমবার এসেই এই জনজোয়ার দেখে তিনি যে অভিভূত, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁর শরীরী ভাষাতেই । সামনের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের জয়ী করে কেন্দ্র থেকে জুমলা সরকার উৎখাতের ডাক দিলেন তিনি । বিকেল সওয়া তিনটে নাগাদ এমবিবি বিমানবন্দরে পৌঁছন ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা। বিধায়ক সুদীপ রায়বর্মন, প্রদেশ সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া ব্লক প্রার্থী আশিসকুমার সাহা, বীরজিৎ সিনহা, গোপাল রায়, পীযূষ বিশ্বাস সমেত রাজ্যে দলের শীর্ষ নেতারা তাঁকে ফুলমালা দিয়ে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকেই কংগ্রেস ও সিপিএম কর্মী সমর্থকদের কয়েকশো বাইক ও সাদা পোশাকের পদাতিক স্বেচ্ছাসেবকদের সামনে নিয়ে সুসজ্জিত গাড়ির মঞ্চে দাঁড়িয়ে রোড-শো শুরু করেন প্রিয়াঙ্কা। পথের দুপাশে দাঁড়ান জনতা তাঁকে হাত নেড়ে স্বাগত জানান। প্রায় আট-নয় কিলোমিটার এভাবে পার করে কনভয় শহরে ঢোকার আগেই কাতারে কাতারে মহিলা পুরুষেরা তাঁকে চাক্ষুষ করার জন্য জড়ো হয়ে অপেক্ষা করছিলেন। শহরের কামান চৌমুহনি থেকে প্যারাডাইস চৌমুহনি পর্যন্ত কার্যত জনসমুদ্রের ভেতর দিয়ে যেতে হয় প্রিয়াঙ্কার কনভয়কে। ট্রাফিক অব্যবস্থা নিয়ে মানুষের তীব্র অসন্তোষ দেখা যায়। যানবাহন যাতায়াত অন্য পথে ঘুরিয়ে না দিয়ে প্রচন্ড ভিড়ের মধ্যেই সেগুলি চালানোর চেষ্টা করে একটা সময় জনতার রোষের মুখে পড়েন ট্রাফিক পুলিশ কর্তারা। সুদীপ এবং আশিসকে দুপাশে নিয়ে মাইকে সংক্ষিপ্ত ভাষণ পেশ করছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। কিন্তু, জনতার জিন্দাবাদ ধ্বনি আর চারদিকের মাইকে দেশাত্মবোধক গানের শব্দে কিছুই তেমন বোঝা যাচ্ছিল না। তার মধ্যেই প্রিয়াঙ্কা বলেন, আসন্ন নির্বাচনের প্রধান ইস্যু দেশজুড়ে প্রবল বেকার সমস্যা, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গণতন্ত্র ও সংবিধান রক্ষা করা। এইসব থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে ধর্মের নামে, সম্প্রদায় ও পরিচিতি সত্তার নামে, নাগরিকত্ব আইনের নামে বিভেদ সৃষ্টি করছে আরএসএস-বিজেপি। কোনও প্রতিশ্রুতি মোদি সরকার রক্ষা করেনি। মিথ্যাচার আর জুমলা দিয়ে একদলীয় তানাশাহী শাসন প্রতিষ্ঠার পথে হাঁটছে। এই জুমলা সরকারকে হটিয়ে গণতান্ত্রিক ও ধর্মনিরপক্ষ সরকার প্রতিষ্ঠিত করতেই ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের জয়ী করতে হবে। জনতার উল্লাসের মধ্যে এক সময় গাড়ির বনেটে উঠে বসেন প্রিয়াঙ্কা। মাত্র দেড় ঘন্টার রোড-শো শেষ করেই বিমানবন্দরমুখী হন তিনি।




বিশেষ খবর

নানান খবর

কী কী উপসর্গ দেখলে সতর্ক হবেন? #hmpvindia #HMPV #aajkaalonline #symptoms

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24